জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১৭৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে চারটায় পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ৮৬ জন স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন, ছয়জন শিক্ষার্থী একাধিক মনোনয়ন ফরম জমা দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে, বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া পাঁচজন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সম্পাদক পদে ছয়জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আটজন, সাংস্কৃতিক সম্পাদক পদে আটজন সহসাংস্কৃতিক পদে আটজন ও নাট্য সম্পাদক পদে পাঁচজনকে চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে তিনজন, সহক্রীড়া সম্পাদক (নারী) পদে ছয়জন, সহক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে ছয়জন, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সাতজন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে আটজন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) সাতজন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) সাতজন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে সাতজন এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে সাতজন শিক্ষার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কার্যকরী সদস্য পদে। এবার মোট ৪২ জন প্রার্থী কার্যকরী সদস্য পদে লড়বেন। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী ও ২৬ জন পুরুষ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবমিলিয়ে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৭৯ জন প্রার্থী।
আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। আজ বিকেল চারটা থেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।