জাকসু নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল শুনানি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে আপিলকৃতদের আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে শুনানি শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় আপিল শুনানি শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
আপিল আবেদন করতে আসা বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী সাদাত হোসাইন বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) আমরা আবেদন জমা দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের কোনো কমিশনার উপস্থিত ছিলেন না। আজ বুধবার আমাদের আপিল শুনানির সময় সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত নির্ধারিত ছিল। আমরা সকাল ১০টা থেকে এখানে বসেছিলাম। কিন্তু প্রশাসনের কাউকে পাইনি। জাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনকে আরও সুন্দরভাবে আয়োজন করা উচিত ছিল।
এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
গত ২৫ আগস্ট নির্বাচন কমিশন ২০ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করে। এর মধ্যে ২৬ আগস্ট ১৩ জন প্রার্থী প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন। আপিল শুনানি ও মনোনয়ন ফরম প্রত্যাহারের পর আগামী ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।