চাকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের মাদক পরীক্ষার ফল জমা দিতে হবে।
শুক্রবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ১৭টি বিধির মধ্যে নতুনভাবে এই বিধি সংযোজন করা হয়েছে।
বিধিমালায় বলা হয়েছে, মনোনয়নপত্র নেওয়া বা জমা দেওয়ার সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যানবাহন ব্যবহারেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মনোনয়ন জমা, প্রচারণা কিংবা নির্বাচনের দিনে ভোটার পরিবহনে কোনো ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না।
প্রচারণা চলবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে রাত ৯টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ, গুজব, মানহানি, উসকানিমূলক বক্তব্য বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো বক্তব্য ব্যবহার করা যাবে না।
প্রার্থীরা অনুমতি নিয়ে সভা বা সমাবেশ করতে পারবেন। তবে কোনো তোরণ, ঘের, স্থায়ী ক্যাম্প বা আলোকসজ্জা করা যাবে না। চাঁদা তোলা, ভোটারদের খাদ্য বা উপঢৌকন দেওয়া নিষিদ্ধ থাকবে।
ভোটকেন্দ্রে অনুমোদিত নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, এজেন্ট ও গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন। তবে ভোটাররা ভোট দেওয়ার পরই কেন্দ্র ত্যাগ করবেন।
আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীর সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় আইনে শাস্তি হতে পারে।