চবিতে সংঘর্ষ : এক হাজার জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) মো. রাসেল এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
মো. রাসেল বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানায় মামলা রজু করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান বাদী হয়ে ৯৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৮০০ থেকে এক হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে।
এছাড়া ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে থাকা দেশীয় অস্ত্র লুটের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।