‘নো কমেন্টস’, আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে আমু

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুকে তলব করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই ব্যাখ্যা দিতে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান ১৪ দলীয় জোটের এই সমন্বয়ক ও মুখপাত্র। তবে, ইসিতে ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি এই বর্ষীয়ান রাজনীতিক।
আজ বেলা ৩টার দিকে ইসিতে প্রবেশ করেন আমু। সেখানে ১৭ মিনিট অতিবাহিত করে বের হন তিনি। সে সময় তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, কী ব্যাখ্যা দিলেন—জবাবে আমু বলেন, ‘নো কমেন্টস।’ এরপর তিনি তড়িঘড়ি গাড়িতে উঠে চলে যান।
গত ৯ ডিসেম্বর আমুকে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে চিঠি দেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর জেরেই আজ ইসিতে আসেন নৌকার এই প্রার্থী।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমারের দেবনাথের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নির্বাচনি অনুসন্ধানী কমিটি ইসির কাছে যে ভিডিওটি দিয়েছে, সেখানে আমির হোসেন আমুর উপস্থিতি পাওয়া যায়নি। কিছু স্টিল ছবিতে তাকে দেখা গেছে। তবে, সে ব্যাপারে আমির হোসেন আমুর ব্যাখ্যা, তিনি সেখানে নাচ দেখতে গিয়েছিলেন। সব মিলিয়ে কিছু ভুল তথ্য ছিল হয়ত।’