অনুদানের সিনেমায় ইয়াশ রোহান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/03/yash_rohan_ntv.jpg)
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘দেশান্তর’ সিনেমার একটি মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন আশুতোষ সুজন।
আজ শুক্রবার এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে আশুতোষ সুজন বলেন, ‘ইয়াশ কয়েকদিন আগে চুক্তিবন্ধ হয়েছে। আমাদের সঙ্গে অনুশীলনও করছে সে। চরিত্রের প্রয়োজনে ইয়াশ রোহানকে নিয়েছি।’
সিনেমাটিতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করবেন নবাগত একজন। যার নাম এখনই প্রকাশ করতে চান না পরিচালক। জানালেন, সেটা চমক হিসেবে রাখতে চাই।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/09/03/1522227727.jpg 526w)
এই সিনেমায় এরই মধ্যে চুক্তি সরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী (আরিফা পারভিন জামান) ও খ্যতিমান অভিনেতা আহমেদ রুবেল। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণ। এ চরিত্রে মৌসুমী অভিনয় করবেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
ইয়াশ রোহান গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিয়ন করে আলোচনায় আসেন। এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা।