চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী
কন্নড় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী আর নেই। সোমবার (১৪ জুলাই) বেঙ্গালুরুতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৭ বছর। খবর এনডিটিভির।মাত্র ১৭ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেন সরোজা দেবী। ১৯৫৫ সালের কন্নড় ছবি ‘মহাকবি কালিদাস’ দিয়ে বড় পর্দায় অভিষেক। এরপর এম জি রামচন্দ্রনের সঙ্গে ‘নাডোডি মান্নান’ (১৯৫৮) ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি— চার...
সর্বাধিক ক্লিক