রহস্য জমাচ্ছে ‘নসিব’
কালো জাদু, প্রেম, প্রতিশোধ আর অতিপ্রাকৃত রহস্যের মিশেলে তৈরি হয়েছে ইউটিউব থ্রিলার ‘নসিব’। তানিম রহমান অংশু পরিচালিত এই নাটকটি সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে।নাটকে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, রহস্যময় এক নারী চরিত্রে আছেন তানজিন তিশা এবং ইয়াশের স্ত্রীর চরিত্রে দেখা গেছে প্রিয়ন্তী উর্বীকে।গল্পের শুরুতে দেখা যায়, ইয়াশ ও উর্বীর সুখের সংসারে হঠাৎ করে হানা দেয় অতি প্রাকৃত এক শক্তি। বদলে...
সর্বাধিক ক্লিক