এখন পর্যন্ত কোনো নেগেটিভ মন্তব্য পাইনি : শিহাব শাহীন

এবার ঈদের শোবিজ যেন শিহাব শাহীনময়। চলচ্চিত্র ও ওটিটি—ঈদে দুই মাধ্যমেই ছক্কা হাকাচ্ছেন এই নির্মাতা। বড় পর্দায় ‘দাগি’, ওটিটিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’; দর্শকের সাড়ায় তিনি যেন এবার সোনায় সোহাগা। তিনি বলেন, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ওটিটিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখছে দর্শক। এবারের সিজনটিও পছন্দ করেছেন তারা। এখন পর্যন্ত বেশ ইতিবাচক মন্তব্যই পেয়েছি।সিনেমার কথা একটু আলাদা করেই বললেন। প্রেক্ষাগৃহ...