সিনেমা হলে নয়, বাপ্পীর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে টেলিভিশনে

তিন বছর আগে সেন্সর ছাড়পত্র পেলেও আজও প্রেক্ষাগৃহে জায়গা পায়নি বাপ্পী চৌধুরীর সিনেমা ‘কুস্তিগীর’। এবার ঈদে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি—তবে হলে নয়, টেলিভিশনে।শাহিন সুমন পরিচালিত এই সিনেমাটি কোরবানির ঈদের দ্বিতীয় দিন রাতে দেখা যাবে চ্যানেল আইয়ে। ‘কুস্তিগীর’-এর গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে।শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে। কুস্তিগীর চরিত্রে...