চার দিনে কত আয় করল ‘সিকান্দার’? 

বলিউড সুপারস্টার সালমান খানের ‘সিকান্দার’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমান-ভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’।মুক্তির মাত্র চারদিনের মধ্যেই সলমন খানের সিনেমার এমন হাল হবে কেই বা ভেবেছিল! চারদিনের দিনই কিনা সিকান্দর সিনেমার আয় ১০ কোটিও টপকাতে পারল না! বুধবার বক্স অফিসে মোট কত কোটি টাকার ব্যবসা করল এই...