‘ময়না’য় দুলবে প্রেম আর পার্টি
‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’—শ্রোতারা যাদের নাম শুনলেই নাচতে ইচ্ছা করে, সেই তালিকায় এবার যোগ হতে চলেছে নতুন নাম—‘ময়না’।গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’–এর প্রথম গান হিসেবে ২৪ জুলাই ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘ময়না’। কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর–সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।গানটি নিয়ে আসিফ ইকবাল বলেন, ‘আমি সাধারণত...
সর্বাধিক ক্লিক