অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’, থাকবে ভরপুর বিনোদন

নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত
আলোচিত নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। ভরপুর বিনোদনে ছয় পর্বের এই সিরিজের নাম ‘হোটেল রিলাক্স’।
সিরিজটি প্রসঙ্গে অমির ভাষ্য, ‘বর্তমানে নির্মিত হওয়া বেশির ভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকেরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানানো হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’
গত দুমাস ধরে সিরিজটির গল্প নিয়ে কাজ করছেন আমি। আগামী নভেম্বরে ওয়েব সিরিজটির শুট হবে।
তবে কারা অভিনয় করবেন এখনও চূড়ান্ত হয়নি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।