আনুশকাকন্যার প্রথম দর্শন, জুলিয়ার প্রতিক্রিয়া
আনুশকা শর্মা ও বিরাট কোহলি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান ১১ জানুয়ারি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন আনুশকা। সেই থেকে বি-টাউনের অনুরাগীরা তাঁদের সন্তানকে দেখার জন্য ব্যাকুল ছিলেন। অবশেষে প্রথম প্রকাশ্যে এলো তাঁদের সন্তান।
গতকাল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আনুশকা শর্মা সন্তানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী ক্রিকেট তারকা বিরাট কোহলি। আর তাঁদের কন্যার নামও জানিয়েছেন। আনুশকা-কোহলির কন্যার নাম বামিকা। লাখো মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়েছে আনুশকাকন্যা। অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা জুলিয়া মাইকেলসও।
জুলিয়া মাইকেলস জনপ্রিয় মার্কিন গায়িকা। ‘২০০২’, ‘ইস্যুস’ ও ‘হেভেন’সহ অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আনুশকা ও জুলিয়ার আলাপ হয়। দুজনের চেহারায় মিল থাকার কারণে বহুবার শিরোনাম হয়েছেন। তো, আনুশকা যখন তাঁর কন্যা বামিকার ছবি প্রকাশ করেন, ভালোবাসা জানাতে ভোলেননি জুলিয়া।
যা হোক, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। এটি ছিল ওই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। পরে একবার দুজনের ছাড়াছাড়ি হয়েছিল বলে শোনা গিয়েছিল। এরপর আবার দুজন একত্র হন, যা বিয়ে পর্যন্ত গড়ায়। এখন তাঁরা এক কন্যাসন্তানের গর্বিত মা-বাবা।