আবারও হাসপাতালে দিলীপ কুমার

ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন।
বার্তা সংস্থা এএনআই, ইন্ডিয়া টুডেসহ একাধিক গণমাধ্যমকে অভিনেতার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, আজ রোববার সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে দিলীপ কুমারের। রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সায়রা বানু বলেন, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে দিলীপের। আজ সকালে তাই কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। ‘যদি ঈশ্বর রাজি থাকেন, দ্রুতই বাড়িতে ফিরবেন,’ যোগ করেন তিনি।
এর আগে মে মাসেও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার।
‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘মোগল-ই-আজম’ সিনেমার অভিনেতা দিলীপ কুমার ‘পদ্মবিভূষণ’, ‘দাদা সাহেব ফালকে’সহ একাধিক পুরস্কার জিতেছেন। গত বছর নিজের দুই ছোট ভাইকে হারিয়েছেন বর্ষীয়ান এ বলিউড অভিনেতা।