ঈদের রাতে ড. মাহফুজুর রহমানের সুরের মূর্ছনা, শোনাবেন ৯ গান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/06/atn_bangla_mafizur_rahman.jpg)
গানের চিত্রায়নের সময় ড. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত
প্রতি বারের মতো এবারের পবিত্র ঈদুল আজহায় গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ২০১৬ সালের ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনায় আসেন তিনি।
এটিএন বাংলা জানিয়েছে, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তাঁর একক সংগীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/06/mafizur_rahman_atn_bangla.jpg)
গানের চিত্রায়নের সময় ড. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত
অ্যালবামে রয়েছে তোমার ওই চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান।
এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।