করোনার কারণে যে পোশাকগুলো পরতে পারেননি সামান্থা
করোনাভাইরাস জনজীবনে বেশ প্রভাব ফেলেছে। তাই বলে পোশাকেও? হ্যাঁ, ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির কারণে শেষ হতে চলা ২০২০ সালে অনেক পোশাকই পরতে পারেননি তিনি।
হিন্দুস্তান টাইমসের খবর, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিও শেয়ার করেছেন সামান্থা আক্কিনেনি। সেখানে জানিয়েছেন, করোনা মহামারির কারণে অনেক পোশাক তাঁকে শিকেয় তুলতে হয়েছে। অবশ্য এমনটা নাকি ২০২০ সালে প্রত্যেক নারীর ক্ষেত্রেই ঘটেছে বলে মত এ নায়িকার। মজার ভিডিওটি এরই মধ্যে নজর কেড়েছে অন্তর্জালবাসীর। বিনোদন অঙ্গনের সেলেবরাও ভালোবাসায় ভরিয়েছেন সামান্থাকে।
শর্ট ভিডিওতে সামান্থাকে বিভিন্ন রং ও ডিজাইনের পোশাক পরিহিত দেখা যাচ্ছে। এ চিত্রনায়িকা বলেছেন, ‘এ বছর অনেক আদুরে পোশাক ছিল আর সেগুলো পরার পরিকল্পনাও করেছিলাম, কিন্তু পরতে পারিনি। তাই ইচ্ছে হলো আপনাদের দেখাই। দেখুন, ভালোবাসুন, পরতে পারবেন না। এবং এগুলো ছিল আমার কিউট কস্টিউম, কিন্তু না... নষ্ট হলো।’
চিত্রনায়িকা কৃতি খরবান্দা মন্তব্যঘরে লিখেছেন, ‘লাভ ইট।’ লক্ষ্মী মাঁচু লিখেছেন, ‘লাভ দিস।’ সামান্থার অনেক বন্ধু হাসির ইমোজি দিয়েছেন। আর অনুগামীরা তো মন্তব্যে ভাসাচ্ছেনই।
নভেম্বরের শেষের দিকে সামান্থা ও তাঁর স্বামী নাগা চৈতন্য মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সে উপলক্ষ ছিল অবশ্য স্বামীর জন্মদিন। মালদ্বীপ থেকে সামান্থা তাঁদের ছুটি কাটানোর মুহূর্তের দারুণ সব ছবি পোস্ট করেছেন অন্তর্জালে। সেসবে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন অন্তর্জালবাসী।