গুরুতর আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী তাসনিয়া ফারিণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/03/tasnia_farin.jpg)
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
শুক্রবার রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে আঘাত পান তিনি। রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
বাবাকে নিয়ে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তাঁর দুই পা জখম হয়। দুর্ঘটনার পর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নিচতলা থেকে দোতলায় উঠতে ছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে আঘাত করে। এতে আমার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি আমার পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
তাসনিয়া ফারিণ ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে।