চট্টগ্রামে মান্নার ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মান্নার ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪ টার সময় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে বেতার ও টেলিভিশন উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ এনামুল হক মিঠু।প্রধান বক্তা ছিলেন অত্র কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসাইন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ চলচিত্রের চিত্রনায়ক পংকজ বৈদ্য (সুজন),বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রধান চিত্রগ্রাহক আহম্মেদ রিয়াজ খান (তাকী),বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সহকারী পরিচালক হুমায়ুন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা চলচিত্র জগতের মহানায়ক মান্নার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মেহনতী মানুষের জন্য কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মহানায়ক মান্না।এসময় প্রয়াত মান্নার হত্যার রহস্য সঠিক তদন্তের মাধ্যমে উদঘাটন করে সঠিক বিচারের দাবি করেন বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জামাল উদ্দীন,সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো,অর্থ সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক জোবাইর বিন জিহাদী,তথ্য সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।