ডার্ক চকলেট দিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/04/katrina_kaif.jpg)
তাঁরা বিয়ে করছেন, না কি করছেন না? এই রহস্য এখন তুঙ্গে। মিলছে না সঠিক উত্তর। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের বিয়ে নিয়ে জল্পনা চলছে বিনোদন অঙ্গনের সর্বত্র।
টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ক্যাটরিনা স্বীকার না করলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করবেন এ যুগল। রাজস্থানের সাওয়াই মধুপুরে একটি রয়েল ভেন্যুতে তাঁদের বিয়ে হবে। বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া এর আগে জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা।
শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল।
খবর সত্য না কি মিথ্যা, তা সময়ই বলে দেবে। কিন্তু তাঁদের বিয়ের গুঞ্জন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার ইন্ডিয়া টুডের বরাতে বলিউড বাবলের খবর, ফিল্মি স্টাইলে ডার্ক চকলেট দিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি।
অবশ্য বক্সের ভেতর কী আছে, তা জানতেন না ক্যাটরিনা কাইফ। বক্স খোলামাত্র তিনি লাফিয়ে ওঠেন এবং দেখেন, সেখানে একটি চিরকুট ও আংটি রয়েছে। এর পর ভিকি বলেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ ঘরের খবর জানিয়েছেন ক্যাটরিনার কাছের এক বন্ধু।
ওই বন্ধু আরও জানান, করোনা মহামারির সময় ও লকডাউন চলাকালে ভিকি ও ক্যাটরিনা আরও ঘনিষ্ঠ হয়েছেন। তাঁদের বন্ধন আরও দৃঢ় হয়েছে।
শোনা যাচ্ছে, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ভিকক্যাটের বিয়ের আয়োজন চলবে। যদিও বিবাহোৎসবের বিশদ এখনও প্রকাশ হয়নি। তবে ভক্তদের জানার আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তাঁরা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে।