নববধূর সঙ্গে অপূর্ব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/02/apubro_marrage_ntv.jpg)
বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কনে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের নিকটজনদের উপস্থিতিতে রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এরই মধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে সেই আয়োজনের বেশ কিছু ছবি, যেখানে বর-কনে অপূর্ব-শাম্মাকে ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেছে।
বিয়ে প্রসঙ্গে এনটিভি অনলাইনকে অপূর্ব জানিয়েছেন, ‘দুজন মানুষ নতুন জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া চাই।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/02/apubro_ntv.jpg)
অপূর্বর একটি ঘনিষ্ঠ সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, বিয়ের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং শিডিউল ফাঁকা রেখেছেন এই অভিনেতা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/09/02/218473100_334974015031918_7443855524794780387_n.jpg 600w)
গণমাধ্যমের খবর, এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালের ১৭ মার্চ নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্বর দ্বিতীয় সংসার ভাঙে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ নয় বছরের সংসারজীবনের ইতি টানেন তাঁরা। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিয়ে হয়েছিল অপূর্বর। সেই সম্পর্কেরও ইতি হয়।
বর্তমান সময়ে ছোট পর্দার তুমুল জনপ্রিয় ও অন্যতম ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটক ছাড়াও চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এ তারকা।