নায়িকা দীঘি এবার মিউজিক ভিডিওর মডেল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/30/dighi.jpg)
শিশুশিল্পী হিসেবে সফল প্রার্থনা ফারদিন দীঘির নায়িকা-ক্যারিয়ার খুব একটা সুখকর নয়। মুক্তিপ্রাপ্ত তাঁর অভিনীত ‘টুঙ্গীপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা আলোচনায়ই আসেনি। সেই দীঘি এবার নাম লিখিয়েছেন মিউজিক ভিডিওতে।
‘হোটও পে নাম তেরা’ শিরোনামের একটি হিন্দি গানের মডেল হয়েছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে ফারহান খান রিওকে। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও প্রেম। ইভান মনোয়ারের পরিচালনায় ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে গানটির দৃশ্য ধারণ হয়েছে।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে দীঘি জানিয়েছেন, ‘প্রথম বারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলাম। আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/30/66-819x1024.jpg 687w)
এই গান সংশ্লিষ্টদের দাবি, মিউজিক ভিডিওটি তুমুল জনপ্রিয় প্ল্যাটফর্ম টি-সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে। এ ছাড়া দেশীয় একটি ইউটিউব চ্যানেলে বাংলা ভাষায় মুক্তি পাবে গানটি।
প্রার্থনা ফারদিন দীঘি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার মুম্বাই অংশের শুট শেষ করেছেন। সিনেমাটিতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়া শাপলা মিডিয়ার একাধিক সিনেমায় কাজের প্রস্তুতি নিচ্ছেন এই নবীন চিত্রনায়িকা।