যুক্তরাষ্ট্রে পুত্র সন্তানের মা হয়েছেন মারিয়া নূর

স্বামীর সঙ্গে মারিয়া নূর। ছবি: সংগৃহীত
পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মারিয়া নূর। ছেলের আঙুল ধরে থাকার ছবি অন্তর্জালে শেয়ার করে এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী।
সেই ছবি মারিয়া নূর ক্যাপশন জুড়েছেন, ‘মে মাসের ঠিক সময়েই আমাদের ছেলে সেহান যারিব পৃথিবীতে এসেছে। মাশআল্লাহ আমরা ছোট্ট ছেলেকে পেয়ে ভীষণ কৃতজ্ঞ ও ধন্য। আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, প্রথম দর্শনে প্রেম সত্যি।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রে মারিয়া নূর মা হয়েছে ১২ মে। মারিয়া নূর সাইফুল আলম জুলফিকারকে বিয়ে করেন ২০১১ সালের ১৫ জুন।
সবশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন মারিয়া নূর। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে।