সকালে দেশ ছাড়ছেন শাকিব, প্রথমবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

চিত্রনায়ক শাকিব খান। ছবি : ফেসবুক থেকে
প্রথমবারের মত যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এর আগে একাধিকবার সিনেমার শুটিংয়ের জন্য দেশটিতে ভ্রমণের ভিসার আবেদন করে ইতিবাচক সাড়া পাননি তিনি।
তবে এবার একটি টেলিভিশন চ্যানেলের মিউজিক অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা পেয়েছেন ঢালিউড কিং খান।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে, শুক্রবার সকালের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শাকিব খান। আগামী ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে সেই মিউজিক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন তিনি।
এর আগে গেল ৬ নভেম্বর টানা ৩৫ দিন ‘গলুই’ সিনেমার শুট শেষ ঢাকায় ফেরেন শাকিব। তাঁর সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’।