নকীব খানের সুরে লিজার গান

এ প্রজন্মের গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় প্রথমবারের মতো সুর করলেন রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য গায়ক ও সুরকার নকীব খান। গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু, কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লিজা।
নিজের দ্বিতীয় একক অ্যালবাম ‘সুরাইয়া’তে গানটি থাকবে বলে জানান সংগীতশিল্পী লিজা। গানটি প্রসঙ্গে নকীব খান বলেন, ‘এ সময়ের অনেক মেধাবী একজন গীতিকার রবিউল ইসলাম জীবন। তরুণ প্রজন্মের পাশাপাশি সিনিয়রদের সঙ্গেও নিয়মিত কাজ করছে সে। তার লেখা এই গান আমার খুব মনে ধরেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘নকীব খানের মতো এমন একজন কিংবদন্তির সুরে গান লিখতে পেরে আমি খুবই আনন্দিত। সামনের দিনগুলোতে এ কাজটি আমাকে অনেক উৎসাহ জোগাবে।’
সংগীতশিল্পী লিজা বলেন, ‘আমার দারুণ লেগেছে গানটিতে কণ্ঠ দিয়ে। গানের কথাগুলো চমৎকার এবং সুরও হয়েছে অসাধারণ। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’