মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘ভুবন মাঝি’র গানের অ্যালবাম প্রকাশ

ফাখরুল আরেফিন পরিচালিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের গানের অ্যালবাম আজ বুধবার প্রকাশিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যালবামটির মোড়ক উন্মোচন বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বলে এনটিভি অনলাইনকে জানান ছবির পরিচালক ফাখরুল আরেফিন।
ছবিটিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্না ঘোষ ও মাজনুন মিজান। আজ ছবির গানের অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া ছবির অন্য কলাকুশলীরা উপস্থিত থাকবেন।
ফাখরুল আরেফিন বলেন, ‘ছবিটি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। ছবির গানের অ্যালমবাম প্রকাশের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর আমরা উপযুক্ত জায়গা মনে করেছি। ’
এদিকে ছবির গানের অ্যালবাম প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানে আজ উপস্থিত সবাইকে ছবির ট্রেইলারও দেখানো হবে বলে জানিয়েছেন ফাখরুল আরেফিন।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এরইমধ্যে দর্শক ছবির টিজার দেখেছেন। আমরা অনেক প্রশংসাও পেয়েছি। আজ রাতে কিংবা আগামীকাল শুক্রবার আমার ছবির ট্রেইলার ইউটিউবে প্রকাশ করব। টিজারে ছবির কিছু দৃশ্য ও গান দেখানো হয়েছিল। কিন্তু ট্রেইলার দেখে ছবির গল্প কী রকম হবে সেটা দর্শক বুঝতে পারবেন। আমার মনে হয়, ট্রেইলার দেখেই ছবিটি দেখতে দর্শক আগ্রহী হবেন। আমি আশাবাদী।’
‘ভুবন মাঝি’ ছবিতে মোট তিনটি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হলো, ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে’, ‘বোতলে পুরেছি কান্না’ ও ‘আমি তোমারই নাম গাই’ ।
এর মধ্যে ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে’ গানটি গেয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ। ‘বোতলে পুরেছি কান্না’ গানটি লিখেছেন এস ভৌমিক। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার ও মনজুর বিপুল। ‘আমি তোমারই নাম গাই’ গানটি গেয়েছেন সপ্তর্ষী। গানটির কথা ও সুর করেছেন কালিকা প্রসাদ।