ঢাকা মাতিয়ে গেলেন শ্রেয়া

শ্রেয়া ঘোষাল ঢাকায় কনসার্ট করবেন। সংবাদটা পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়ার পর সবাই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেন। নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নবরাত্রি হলে কনসার্ট শুরু করেন শ্রেয়া।
গান শুরু করার আগে শ্রেয়া বলেন, ‘কেমন আছেন সবাই? আজ অনেক প্রিয় গান করার ইচ্ছা আছে। কোনটা ছেড়ে কোনটা করব? যাই হোক শুরু করি।’
শ্রেয়ার হিট গান ‘মানওয়া লাগা’ থেকে শুরু করে ‘যাদু হে নাশা হে’, ‘সাসো মে’, ‘ওরে জিয়া’, ‘ক্যায়সে মুঝে তুম মিল গ্যায়ে’, ‘ঢোল বাজে’ গানগুলো একের পর এক পরিবেশন করেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা নবরাত্রি হলের স্টেজ মাতিয়ে রাখেন শ্রেয়া। তাঁর গান শুনে দর্শকরা নাচ করেন। শ্রেয়াও গানের ফাঁকে নাচ করেন এবং দর্শকদের প্রতি ভালোবাসা জানান।
শ্রেয়া বলেন, ‘আজকের আমার অবস্থান শুধু আমার পরিবার এবং আপনাদের জন্য।’ শ্রেয়ার গানের বিরতির মাঝে স্টেজে ভারতীয় সংগীতশিল্পী রিকেশও গান করেন।
কনসার্টের দর্শক সারিতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শাকিলা জাফর, কোনাল ও কনাসহ আরো অনেকে। ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামে পুরো সংগীতানুষ্ঠানটির আয়োজনে ছিলে বে এন্টারটেইনমেন্ট।