এনটিভিতে অপর্নার নাটক ‘প্রিয় পারমিতা’

অভিনয়শিল্পী অপর্না ঘোষ নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। আজ শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘প্রিয় পারমতিা’। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এখানে অপর্নার বিপরীতে ইরেশ চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি।
সেতু আরিফের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। নাটকটিতে অপর্না ও অনি ছাড়াও আরো অভিনয় করেছেন পুলক হায়দার, উম্মে আদিবা প্রমুখ।
‘প্রিয় পারমিতা’ নাটকের গল্পে দেখা যাবে, ‘ইরেশ একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে। অন্যদিকে, পারমিতা পেশায় একজন চিকিৎসক। তাদের একসময় প্রেমের সম্পর্ক ছিল। একদিন ওয়ার্ক প্রেজেন্টেশনের সময় বিজ্ঞাপনচিত্রের একটি শটে ছিন্নমূল শিশুদের সঙ্গে চিকিৎসক পারমিতাকে অনেক দিন পর দেখে ইরেশ। এতদিন পর পারমিতাকে হঠাৎ দেখে ইরেশ চমকে ওঠে। কিন্তু সেদিন তার সঙ্গে কথা বলার সুযোগ পায় না ইরেশ। তারপর অফিস না করে পারমিতাকে খোঁজার মিশনে বের হয় ইরেশ। বহু কষ্টে পারমিতার চেম্বারের ঠিকানাটা পায় সে। কিন্তু ইরেশকে পারমিতা না চেনার ভান করে। ইরেশ মর্মাহত হলেও হাল ছাড়ে না। চেম্বার, বাসা কোথাও কাজ হয় না। ইরেশ এবার যায় পারমিতার বাবার কাছে। কিন্তু পারমিতা অনড়। কিছুতেই কথা বলতে রাজি হয় না। এমনকি ইরেশকে বাসা থেকে বের করে দেয়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।’