আমি অনুষ্ঠানের দাওয়াত পাইনি : ইলিয়াস কাঞ্চন
চলচ্চিত্র দিবসে নিজের ক্ষোভটা আর চেপে রাখলেন না এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নিজে দাওয়াত না পেলেও ভালোবাসা থেকেই আজ এসেছেন এফডিসিতে। আয়োজক কমিটি সিনিয়রদের ঠিকভাবে মূল্যায়ন করে না বলে মন্তব্য করেন তিনি।
ইলিয়াস কাঞ্চন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ চলচ্চিত্র দিবস, কিন্তু একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি অনুষ্ঠানের দাওয়াত পাইনি। এর পরও মনের টান থেকে এফডিসিতে ছুটে এসেছি। এফডিসি আমার, চলচ্চিত্র আমার। এখানে কে আমাকে দাওয়াত দেবে তা আমার কাছে মুখ্য বিষয় নয়।’
নায়করাজ রাজ্জাক, জাভেদ ছাড়া অনুষ্ঠানে সিনিয়র শিল্পী দেখতে না পেয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় সঠিক মূল্যায়ন না পেয়ে এমন অনুষ্ঠানে শিল্পীরা আসছেন না। আবার এখন যে পরিবেশ দেখলাম, তাতে মনে হয়- না এসে ভালোই করেছেন। এখানে মন্ত্রীসাহেব মঞ্চে বক্তব্য দিচ্ছেন, উনাকে ঘিরে রেখেছেন অপরিচিত লোকজন। আমরা মঞ্চে যেতে পারছি না, আয়োজকরাও আমাদের জায়গা মতো নিয়ে যাচ্ছেন না। এখন আমার যদি সবার সঙ্গে ধাক্কাধাক্কি করে যেতে হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক।’
নন্দিত এই চিত্রনায়ক আরো বলেন, ‘এটাই আমার জীবনে এফডিসিতে শেষ চলচ্চিত্র দিবস পালন। এরপর আমি আর এই দিনে এফডিসিতে আসব না। যেখানে সিনিয়রদের সম্মান দেওয়া হয় না, সেখানে আসা আমাদের মতো শিল্পীদের জন্য লজ্জাজনক।’