বিয়ে করলেন জার্নাল

স্ত্রী কথার সঙ্গে জার্নাল ছবি : জার্নালের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
নারায়ণগঞ্জ ঐকিক নাট্যদলের সদস্য আজমাইন আজাদ কথাকে বিয়ে করলেন জনপ্রিয় ব্যান্ড জলের গানের সদস্য সাইফুল ইসলাম জার্নাল। গত বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কথার বাড়িতে পারিবারিকভাবে তাঁদের আকদ সম্পন্ন হয়।
জার্নাল বলেন, ‘কথাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমাদের সম্পর্কের কথা দুই পরিবার আগে থেকে জানত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়ালেখা করেছেন জার্নাল। জলের গান ও নাট্যসংগঠন প্রাচ্যনাটের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছেন তিনি।
আগামী ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে জলের গান ‘অন্তরঙ্গ আসর’ নামে একটি অন্য রকম গানের আসরের আয়োজন করেছে। আসরে জার্নালকে সাময়িক বিদায় সংবর্ধনা জানাবে জলের গান ব্যান্ডটি। কারণ পাঁচ মাসের জন্য জার্নাল দেশের বাইরে যাচ্ছেন।