সোনাক্ষী ভক্ত হৃত্বিক রোশন!

হৃত্বিক রোশন ও সোনাক্ষী সিনহা, দুজনের জনপ্রিয়তাই আকাশচুম্বী। নিজস্ব অভিনয় দক্ষতা আর নাচের পারদর্শিতা দিয়ে নিজেদের নিয়ে গেছেন জনপ্রিয় তারকার তালিকায়। শুধু সাধারণ মানুষই কিন্তু তারকাদের ভক্ত হন না, তারকাও কিন্তু অন্য তারকার ভক্ত হতে পারেন। হ্যাঁ, হৃত্বিক না কি সোনাক্ষীর বড় ভক্ত।
সম্প্রতি হৃত্বিক নাচের রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’-এর সেটে গিয়ে সোনাক্ষী সিনহাকে নিয়ে বেশ প্রশংসা করেন। তিনি বলেন,‘সোনাক্ষী বলিউডের অন্যতম ভালো ড্যান্সার। তাঁর গান অসাধারণ। আমি তাঁর সব ছবি দেখেছি। সে সব চরিত্রে অত্যন্ত শৃঙ্খলতার সঙ্গে অভিনয় করে। আমি সত্যি তাকে দেখে অনেক কিছু শিখেছি। সাধারণত আমি কারো কাছ থেকে অটোগ্রাফ নিই না। কিন্তু আজ আমি তাঁর অভিনয় এবং নাচে অনুপ্রাণিত হয়ে একটি এক্সক্লুসিভ অটোগ্রাফ চাই।’
হৃত্বিকের এমন বিগলিত মন্তব্যের পর সোনাক্ষীর কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।
শত্রুঘ্ন সিনহা তনয়ার প্রতি হৃত্বিকের এমন আগ্রহের কারণে পরবর্তী সময়ে হয় তো বড় পর্দায় এই দুই তারকাকে দেখা যেতে পারে। হৃত্বিক ও সোনাক্ষীর রসায়ন দেখতে ভক্তদের খারাপ লাগার কথা নয়।