মানুষকে অবাক করে দিতে চাই : হুমা কুরেশি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ভৌতিক ঘরানার ছবি ‘দোবারা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি তিনি ফিল্মফেয়ারের সঙ্গে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি, বলিউড ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন। এনটিভি অনলাইন পাঠকের জন্য সাক্ষাৎকারটির অনুবাদ দেওয়া হলো।
‘দোবারা’ ছবিতে আপনাকে ভয়ংকর চরিত্রে দেখা যাবে। কীভাবে এটা সম্ভব হলো?
হুমা কুরেশি : এটি হলিউডের অতিপ্রাকৃত ভৌতিক ছবি ‘অকুলাস’ অবলম্বনে নির্মিত, যেটি পরিচালনা করেছিলেন মাইক ফ্ল্যাংগান। এর কাহিনী একটি ভৌতিক আয়নাকে ঘিরে আবর্তিত হয়। আমার চরিত্র নাতাশা বিশ্বাস করে, তার পিতামাতার মৃত্যুতে এই ভৌতিক আয়নার ভূমিকা আছে। অন্যদিকে, আামার ভাই কবির (সাকিব সেলিম) এই বিশ্বাস সম্পর্কে কিছু বলে না। তারপর আমরা ভাইবোন এর সত্যতা যাচাই করা আরম্ভ করি। আমি মূল ছবি ‘অকুলাস’ দেখেছি।
ভাই সাকিব সেলিমের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল?
হুমা কুরেশি : খুবই মজার। আমি এর আগে ভাইয়ের সঙ্গে কাজ করিনি। আমরা খুব মজা করে কাজ করেছি। এটি পরিবারের মতো।
আপনার সর্বশেষ ছবি ‘জলি এলএলবি টু’ ব্যবসাসফল ছিল। এর পর কি আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে?
হুমা কুরেশি : এর আগে মানুষ আমাকে কেবল অভিনেত্রী হিসেবে দেখত। এই ছবির পর মানুষ আমাকে বলে, আপনি খুব ভালো অভিনেত্রী। আমি ধন্য।
আপনি আপনার জীবনে এখন কী অর্জন করতে চান?
হুমা কুরেশি : আমি মজার চরিত্রে অভিনয় করতে চাই। বিরক্তিকর নারী চরিত্রে অভিনয় করতে চাই না। আমি ঠিক এমন মেয়ে নই। আমি মানুষকে অবাক করে দিতে চাই।
ইনশাআল্লাহ! ভবিষ্যতে সাকিব ও আমি একত্রে কাজ করতে চাই। আমরা ভবিষ্যতে প্রযোজক হিসেবেও কাজ করতে চাই।
এই শিল্পের ভালো ও খারাপ দিক কী?
হুমা কুরেশি : এটির আরো সংগঠিত হওয়া উচিত। সৃজনশীলভাবে আমাদের বিশাল শক্তি রয়েছে বিশ্বব্যাপী। মানুষ এখন অনেক আগ্রহ নিয়ে ভারতকে দেখে। যখন আমি ভাইসরয়’স হাউস ছবির প্রচার করছিলাম, তখন ভারতীয় অভিনেতাদের প্রতি অন্যদের আগ্রহ ছিল। কয়েক বছর আগে মানুষ আমাদের কেবল গান ও নাচের ছবিতে দেখত।
এখন তারা নতুন কিছু দেখছে। আমাদের দেশে চমৎকার লেখক ও পরিচালক আছে। তাই আমরা যদি নিজেরা সংগঠিত হই, তাহলে আরো বেশি সৃজনশীল হতে পারব।
চলচ্চিত্রের বাইরে আপনার আর কিসে আগ্রহ আছে?
হুমা কুরেশি : বই পড়া, রান্না এবং ভ্রমণ।
পর্বতমালা অথবা সৈকত?
হুমা কুরেশি : আমি সৈকতের মানুষ।
আপনি কি একা?
হুমা কুরেশি : হ্যাঁ।
আপনি এ সময়ে কী ধরনের প্রশংসা আশা করেন?
হুমা কুরেশি : আপনি সুন্দরী, আপনি স্মার্ট, আপনি শান্ত।