কারিনাকে চিত্রকর্ম উপহার দিলেন সালমান

উড়নচণ্ডী স্বভাবের সঙ্গে সঙ্গে বিচিত্র এক গুণ রয়েছে সালমান খানের। ছবি আঁকতে ভালোবাসেন তিনি, আঁকেনও ভালো। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণায় হোক আর যে কারণেই হোক, ছবির থিম ধরে নিজের আঁকা একটি চিত্রকর্ম কারিনা কাপুর খানকে উপহার দিয়েছেন সালমান। এনডিটিভির খবরে পাওয়া গেল, ‘বজরঙ্গি ভাইজান’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘোষণা হয়েছে এ উপহারের কথা।
একজন নারী ও পুরুষের অবয়বে আঁকা এই ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর থিম ধরে করা, তেমনটাই বলা হয়েছে টুইটে। ‘দেখুন, সালমান খান কারিনা কাপুর খানকে বজরঙ্গি ভাইজানের মোটিফে’—টুইটটি করা হয়েছে গত ২৬ জুন।
শখের বশে ছবি আঁকলেও মোটেও আনাড়িদের মতো আঁকার হাত নয় সালমানের। ছবিটি দেখলেই সেটা বোঝা যায়। এর আগেও অনেক ছবি এঁকেছেন, তাঁর আঁকা ছবি নিয়ে রীতিমতো প্রদর্শনীও হয়েছে।
বড় বাজেটের ছবিতে সালমান খান ও কারিনা কাপুরের জুটি বেশ সফল। এই দুজনকে এর আগে একসঙ্গে দেখা যায় ২০১১ সালের ‘বডিগার্ড’ ছবিতে। সে ছবিটি ঈদে মুক্তি পেয়েছিল (যেমন পেতে যাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’) এবং দারুণ ব্যবসাসফল ছিল।
‘বজরঙ্গি ভাইজান’-এ সালমান খান ও কারিনা কাপুর খান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। জুলাই মাসের ১৫ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। পরিচালনায় রয়েছেন কবির খান।