ইলিয়াস কাঞ্চন অসুস্থ, হাসপাতালে ভর্তি
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ।
নিসচার এই নেতা জানান, বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন। পরে তাঁকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সম্ভবত, তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।