জেল থেকে মুক্তি পেলেন পাকিস্তানি সুপার মডেল আয়ান

পাকিস্তানের আলোচিত সুপার মডেল আয়ান আলী ছাড়া পেয়েছেন জেল থেকে। গত ১৪ মার্চ অবৈধভাবে পাঁচ লাখ মার্কিন ডলার নিয়ে দুবাইগামী প্লেনে ওঠার সময় ইসলামাবাদে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে ছিলেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। বিবিসির খবরে জানা গেল, লাহোরের আদালত থেকে গেল মঙ্গলবার জামিন পাওয়ার পর গতকালই জেলহাজত ত্যাগ করেন তিনি।
মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা তরুণী এই মডেল আন্তর্জাতিক ফ্যাশন জগতে সুপরিচিত এবং প্রতিষ্ঠিত। সাম্প্রতিক সময়ে তাঁর এই ঘটনা পাকিস্তানের গণমাধ্যমে আলোচনার ঝড় তোলে। কেন এই ঘটনা, কীভাবে এতে তিনি জড়ালেন আর মুক্তিই বা পেলেন কীভাবে- এসব নিয়ে কৌতূহলের অন্ত নেই কারো। কিন্তু সেসব প্রশ্নের উত্তর মেলানোর সুযোগ পাননি সাংবাদিকরা। আদিয়ালা জেলে রিলিজ পেপার সাইন হওয়ার সাথে সাথেই গাড়িতে করে চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছেন আয়ান।
জিজ্ঞাসাবাদে আয়ান আলী বলেছেন, তাঁর সঙ্গে থাকা অর্থ অবৈধ ছিল না। কত টাকা সাথে নেওয়া যাবে, এ বিষয়ে যে একটি নির্দিষ্ট সীমারেখা আছে তা তিনি জানতেন না।
মাত্র ২৩ বছর বয়সী আয়ান আলীর গল্পটাকে বিস্ময়করই বলতে হয়। দুবাইয়ে জন্ম হলেও জাতীয় পরিচয়ে তিনি পাকিস্তানি। পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে ফ্যাশন মডেলিংয়ে ক্যারিয়ার গড়া অন্যান্য দেশের মতো অতটা সহজ নয়। এ জন্যই উচ্চাভিলাসী এই তরুণীর নজর ছিল বাইরের বিশাল দুনিয়ার দিকে। কিশোরী বয়সে ক্যারিয়ার শুরু করলেও খুবই অল্প সময়ে নিজের নামের আগে ‘সুপার মডেল’ টাইটেলটি যোগ করে ফেলেছিলেন।
গল্পের শুরুটা সুন্দর, কিন্তু গল্পের শেষ হতে না হতেই সেখানে ঢুকে পড়েছে কদর্য সত্য। গ্ল্যামার-জগতের সাথে ধনাঢ্য ব্যবসায়ী কিংবা প্রভাবশালী রাজনীতিবিদদের সম্পর্ক তো চিরন্তন! টাকার মোহেই হোক কিংবা ভিন্ন কোনো চাপে পড়েই হোক, এমনই বেশ কিছু মানুষের অবৈধ টাকা নিয়মিত বিদেশে পাচার করতেন আয়ান। দুবাই, আবুধাবি, লন্ডন, জার্মানি, ফ্রান্স, রোমানিয়া আর ইতালিতে প্রায়ই যাতায়াত ছিল তাঁর। এই অর্থ তাঁর নিজের নয়, কোনো বিত্তশালী ব্যবসায়ী বা রাজনীতিবিদের কালো টাকা, যা তিনি দুবাইয়ে পাচারের ব্যবস্থা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়ান বেশ কয়েকজন বিত্তশালী ব্যবসায়ী বা রাজনীতিবিদের নাম বলেছিলেন। তাঁর দাবি ছিল, প্রভাবশালীদের নির্দেশে তিনি বিভিন্ন দেশে টাকা পাচার করছিলেন বাধ্য হয়ে। দিনকয়েক আগে তাঁর বাবাকেও গুলি করেছে দুর্বৃত্তরা।
দোষী সাব্যস্ত হলে ১৪ বছরের জেল হতে পারত আয়ানের। তবে এ যাত্রায় বেঁচে গেলেন তিনি।