এখনো নিখোঁজ ফারুক, উদ্ধার তৎপরতা নিয়ে অভিযোগ

এখনো খুঁজে পাওয়া যায়নি তরুণ চিত্রনাট্যকার ফারুক হোসেনকে। গতকাল কক্সবাজারের ইনানি বিচ থেকে তিনি নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, সাগরপাড়ের চোরাবালিতে পড়েছিলেন তিনি। রোববার বিকেলে উদ্ধার তৎপরতা শুরু হলেও পরে আর তা অব্যাহত থাকেনি বলে অভিযোগ করেছেন ফারুকের ঘনিষ্ঠজন ও নাট্য পরিচালক হিমেল আশরাফ। খবর শোনার পরপরই গতকাল সন্ধ্যার মধ্যে তিনি কক্সবাজারে পৌঁছান। এরপর রাতের দিকে তিনি এনটিভি অনলাইনকে জানান, ‘আমি রাত ৮টা থেকেই এখানে ঘুরছি কিন্তু এখানে কোনো উদ্ধার তৎপরতা আমি দেখিনি। কোনো ট্রলার , জাহাজ, বা নৌকা কিছুই দেখিনি। পুলিশ প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে, তাদের লোকবল কম, যে কারণে উদ্ধার তৎপরতা ওভাবে চালাতে পারছে না।’
বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানালে, উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার বলেন, ‘আমরা গতকাল থেকেই কাজ করে যাচ্ছি। উদ্ধার তৎপরতা বন্ধ- এসব অভিযোগ মিথ্যা। সমুদ্র অনেক বড়, নিখোঁজ ব্যক্তি কোথায় গেছে সেটা অনুমান করাও কঠিন। আশপাশের সবগুলো থানার ওসিকে বলে দেওয়া হয়েছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আশা করছি ওনাকে (ফারুক হোসেন) খুঁজে পাওয়া যাবে।’
এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, গতকাল রোববার বেলা ৩টার দিকে নিখোঁজ ফারুক হোসেন কয়েকজন বন্ধুকে নিয়ে পানিতে নামতে চাইলে সেখানকার কোস্টগার্ডের দায়িত্বে থাকা সদস্যরা তাঁদের সাগরে নামতে নিষেধ করেন। সে সময় ফারুক আশ্বস্ত করেন যে, তারা পানিতে নামবেন না, শুধু সৈকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। এর কিছুক্ষণ পরই সমুদ্রপাড়ে ফারুকসহ দুজন চোরাবালিতে হারিয়ে যান বলে জানান গার্ডরা। চোরাবালিতে আটকে যাওয়া দুজনের মধ্যে একজনকে উদ্ধার করতে পারলেও ফারুক হোসেনকে উদ্ধার করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফারুকের সন্ধানে এখনো উদ্ধারকাজ চলছে।
গতকাল বিকেল থেকেই ফায়ার সার্ভিসের নেতৃত্বে কোস্টগার্ড, পুলিশ একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। ফায়ার কর্মকর্তা আবদুল মজিদ আরো জানান, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকেই চেষ্টা করছি। যেহেতু উনি নিখোঁজ হয়েছেন ভাটার সময়, আমাদের ধারণা ছিল রাতের জোয়ারে আবার ভেসে আসতে পারেন। রাত ১২টায় আমরা হতাশ হয়ে আশপাশের জেলেদের সহযোগিতায় কক্সবাজারের পুরো সমুদ্রসৈকতে লোক লাগিয়েছি, যেন আশপাশে কোথাও ভেসে তীরে এলে আমরা সন্ধান পাই। রাত ৩টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েছি আমরা, পরে কাজ স্থগিত করে আমরা চলে যাই। আজ সকাল থেকে আবার কাজ শুরু করেছি। বিশেষ করে জোয়ারের সময়টা আমরা আশা করছি নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাব।’
চিত্রনাট্যকার ফারুক হোসেন কক্সবাজারে গতকাল রোববার ১৯ জুলাই সমুদ্রসৈকত ধরে হাঁটার সময় নিখোঁজ হন। খবরটি সেদিনই নিশ্চিত করেন উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার। দীর্ঘদিন ধরে ফারুক হোসেন নাটক লিখছেন। এই ঈদেও তাঁর লেখা একাধিক নাটক প্রচার হচ্ছে। এনটিভিতে প্রচারিত ‘একদিন ছুটি হবে’ নাটকটিরও রচয়িতা তিনি। নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করছেন মৃত্তিকা গুণ। ফারুক হোসেন মূল ধারার চলচ্চিত্রে ‘সুলতানা বিবিআনা’, ‘পাষাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। এরই মধ্যে আরো কয়েকটি ছবির কাজ করার কথা ছিল তাঁর। ‘ওয়ারিশ’ ও ‘পুলিশগিরি’ নামের দুটি চলচ্চিত্রের চিত্রনাট্য প্রায় শেষ করে ফেলেছিলেন। ঈদের পরই কাজ শুরুর কথা ছিল। এ ছাড়া বিখ্যাত চলচ্চিত্র ‘আম্মাজান’ ও ‘ছুটির ঘণ্টা’র রিমেকের চিত্রনাট্যও করছিলেন তিনি।