ভরতনাট্যম নৃত্য আর সুর মূর্ছনার উৎসব ‘রঙ্গপ্রবেশ’

আগামী ২৪ ও ২৫ জুলাই ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘রঙ্গপ্রবেশ-২০১৫’। এই উৎসব ভরতনাট্যম নৃত্যের সাথে সাথে সুর-তাল-লয়ের এক ভরপুর আয়োজন। গুরু অমিত চৌধুরীর সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তাঁর আটজন শিক্ষার্থী জুয়েইরিযাহ মৌলি, রানী মৃধা, শাম্মী আখতার, আনিষ্ঠা খান, শুদ্ধা এস দাস, তাহসিন সাবা তুরশী, পারিসা ওমর ও আভিয়া খান। এ ছাড়া থাকছে অতিথি শিল্পী অর্থী আহমেদের পরিবেশনা।
নৃত্য কিংবা অন্যান্য পারফর্মিং আর্টের চর্চা আর অনুশীলনের লক্ষ্য নিয়ে ‘কল্পতরু’ ২০০৮ থেকে যাত্রা শুরু করেছে। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এই পথে ২০১৫ সালে এসে ‘কল্পতরু’র শিল্পীরা আজ আয়োজন করতে চলেছেন দুই দিনব্যাপী এই উৎসবের।
উৎসবের প্রথম দিন নৃত্যের সাথে সঙ্গীতায়োজনে থাকছেন কলকাতার কর্ণাটকি শিল্পীরা। দ্বিতীয় দিনে থাকছে কর্ণাটকি সঙ্গীতের বিশেষ আয়োজন। উৎসবটি সবার জন্যই উন্মুক্ত থাকবে।
উৎসব প্রসঙ্গে অমিত চৌধুরী বলেন– ‘অনেক ভালো লাগছে প্রথমবারের মতো ওরা লাইভ মিউজিকে নৃত্য পরিবেশন করবে। এই বয়সে এটা ওদের জন্য অনেক বড় প্রাপ্তির বিষয়। অনেক বড় চ্যালেঞ্জও বটে। আমাদের মেয়েরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে নির্দ্বিধায়। বিষয়টা উপভোগও করছে ওরা– এটা ভালোলাগার মতো ব্যাপার আমার জন্য।’