আবারো জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক মুরাদ পারভেজ

গত বছর জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুরাদ পারভেজ। আগামী ২ থেকে ৬ জানুয়ারি-২০১৬ এই ফেস্টিভ্যালের ফিরতি উৎসবে আবারো বিচারক হিসেবে থাকছেন তিনি। গত ১৯ জুলাই ই-মেইলের মাধ্যমে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাঁকে বিচারক হওয়ার আমন্ত্রণ জানায়।
গত বছর মুরাদ পারভেজের সঙ্গে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন, আমেরিকা, নরওয়ে, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান ও ইতালির সর্বমোট ১১ বিচারক।
এ ছাড়া গত বছর জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সপ্তম আসরে ফিচার ফিল্ম ক্যাটাগরির প্রতিযোগিতায় মুরাদ পারভেজের নির্মিত ছবি ‘বৃহন্নলা’ অংশ নেয়। প্রতিযোগিতায় ‘বৃহন্নলা’ ছবির জন্য তিনি Best Original Screenplay-এর পুরস্কার অর্জন করেন। সোহানা সাবা এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
এ প্রসঙ্গে মুরাদ পারভেজ বলেন, ‘পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি। আর দ্বিতীয়বারের মতো একই ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনেক ভালো লাগছে। সামনে আরো ভালো কিছু কাজ করার পরিকল্পনা করছি। আশা করছি, সবাই পাশে থাকলে ভালো কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।’