বিবাহিত জীবন উপভোগ করছি : রানি
লম্বা সময় ধরে রানি মুখার্জির বলিউড ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিজীবনের ‘ক্যারিয়ার’ নিয়েও জোর গুঞ্জন ছিল। চোপড়া পরিবারে কি শেষ পর্যন্ত যুক্ত হবেন তিনি? সেই সংশয় আর নেই, যশরাজ ফিল্মসের প্রধান, তথা প্রয়াত যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে সংসারজীবন কাটছে এখন রানির। ভোগ ইন্ডিয়াকে জানিয়েছেন রানি, বিবাহিত জীবন বেশ উপভোগ করছেন তিনি।
এ মুহূর্তে সংসারজীবনেই সময় কাটছে তার, দেখা নেই বড়পর্দায়। যশরাজ ফিল্মসের ‘লেডি চোপড়া’ কাজ পাচ্ছেন না, তাই কি হয় নাকি? বিষয়টা মোটেও তেমন নয়, আপাতত ‘কিছু করছি না’ বিষয়টি রানির ইচ্ছাকৃত। ভোগ ইন্ডিয়ার সঙ্গে বিস্তারিত আলাপে সিনেমার বিষয়ে পছন্দ-অপছন্দ, বিয়ের পরে এখনকার সময় আর ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন তিনি।
নিজের কর্মপরিকল্পনা নিয়ে রানি জানিয়েছেন, পরিচালনা বা প্রযোজনায় তিনি ইচ্ছে করেই নামছেন না। আর সেটা অনেকটাই আদিত্য কিংবা যশরাজ ফিল্মসের কথা মাথায় নিয়ে। ‘আমাকে কেউই বাধা দেবে না। আদিও (আদিত্য চোপড়া) কখনো না বলবে না। কিন্তু ও কীভাবে কাজ করে আমি দেখছি। স্টুডিওতে ও সবচেয়ে পরিশ্রমী মানুষ, রাতে সবার শেষে সেই বেরোয়। আমি কোনোকিছু করতে গিয়ে ওকে বা প্রতিষ্ঠানকে একদমই বিপদে ফেলতে চাই না। আপাতত বিবাহিত জীবন আর বসে থাকাটাই উপভোগ করছি’-সাফসাফ বলেছেন রানি।
বছর পাঁচেক পর একদম ‘ফাটাফাটি’ কিছু ছবি নিয়ে কাজ করতে চান, সঙ্গে চান সন্তান। শুধু তাই নয়, ‘যখন আমি সেটে যাব তখন ওরা আমার পাশে থাকবে’-এমনই ইচ্ছা তাঁর।
বলিউডে ক্যারিয়ারের প্রথম দিককার সময়ে কয়েকজন মানুষের সাহায্য এবং অনুপ্রেরণায় এতদূর এসেছেন বলে জানান রানি। স্বামী আদিত্য চোপড়া, শাহরুখ খান এবং আমির খানকে ধন্যবাদ জানান রানি। তিনজনই মুকেশ ভাট ও বিক্রম ভাটকে ‘গুলাম’ ছবিতে রানিকে নেওয়ার সুপারিশ করেছিলেন।
একই সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় এবং করন জোহর প্রসঙ্গেও বলেছেন দীর্ঘসময় বলিউড শাসন করা এই অভিনেত্রী। সে সময় করন তাঁকে ওজন কমাতে বলেছিলেন, সে কথা মনে করে হেসেও ফেলেন তিনি। তবে, এখন আর আগের মতো রোল করতে চান না। তার কারণ হিসেবে নিজের বয়সের কথা বলেছেন অকপটে। ‘আমার বয়স ৩৭, বয়স বিশের কোঠায় যেসব চরিত্রে অভিনয় করেছি- তা আর এখন করা মানায় না’, বলেন রানি।
রানি মুখার্জিকে সবশেষ বড়পর্দায় দেখা গিয়েছে গত বছরের অ্যাকশন থ্রিলার ছবি ‘ম্যরদানি’তে। এই ছবিতে রগচটা এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে স্টারডাস্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।