কলকাতায় ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ দিয়ে উৎসব শুরু

প্রথমবারের মতো ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া আয়োজন করেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ৩ আগস্ট কলকাতায় উৎসবটির উদ্বোধন করেন স্বনামধন্য চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু। বিশেষ অতিথি ছিলেন নন্দন প্রেক্ষাগৃহের প্রধান নির্বাহী কর্মকর্তা যাদব মণ্ডল। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী তিশা। উৎসবের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’। ছবিটি কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে গতকাল দেখানো হয়।
উৎসবের অনুভূতি জানিয়ে গতকাল রাতে ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “এবারের সফরের সবচেয়ে বড় ব্যক্তিগত পাওয়া বোধ হয় সত্যজিৎ-পরবর্তী ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি সমাদৃত বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে একই মঞ্চে অতিথি হয়ে বসা। শুধু বসেই যাতে শেষ না হয় সে জন্যই কি না কে জানে, বক্তৃতা দিতে উঠে উনি যেভাবে আমার কাজের প্রশংসা করতে থাকলেন, তাতে আমি একসময় লজ্জায় বুঝতে পারছিলাম না, মঞ্চে বসে আমার এক্সপ্রেশন কী হওয়া উচিত। আমি জানি, উনি তাসমিয়া আফরিন মৌয়ের নেওয়া এক ইন্টারভিউতে আমার কাজের প্রশংসা করেছেন। কিন্তু সামনাসামনি এটা যে এ রকম উত্তাপ ছড়াবে আমার কানে, এটা বুঝিনি। মনে রাখা দরকার, আমাদের উঠতি সময়ে আমরা সবচেয়ে বেশি প্রশংসা করতাম এই ভারতীয় চলচ্চিত্রকারের। মাস্টার ফিল্মমেকারের প্রশংসায় আসলেই আমার অনেক কিছু যায়-আসে। আরো মনে রাখা দরকার, স্টাইলের দিক থেকে আমরা একেবারেই আলাদা। কষ্ট করে আরেকটু মনে রাখুন, উনি বক্তৃতা দেওয়ার আগেই আমি এক জ্বালাময়ী বক্তৃতা দিয়ে এসেছি যেটা ‘মোটেই বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সম্পর্কের নিরিখে খুব মিষ্টি-মধুর ছিল না!’, ছিল বাস্তব সমস্যাকে চিহ্নিত করে আন্তরিক মন নিয়ে সেটা সমাধানের আহ্বান। এ বিষয়ে কালকে এডিট করে বাকিটা লিখব। এখন ঘুমাই। শুভ রাত্রি।”
উৎসবে যাওয়ার আগে এনটিভি অনলাইনকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আয়োজকদের এটাই প্রথম চলচ্চিত্র উৎসব এবং উৎসবের উদ্বোধনী ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এটা অবশ্যই আনন্দের খবর। আমি অনেক খুশি।”