সেই অন্ধ স্কুলছাত্রীকে গান শেখাবেন হরিহরণ

স্কুলের বেঞ্চে দাঁড়িয়ে এক অন্ধ স্কুলছাত্রী খালি গলায় গাচ্ছে, ‘সুন রাহা হ্যায় না তু’, তুমুল জনপ্রিয় ‘আশিকি টু’ ছবির এই গানটি গেয়ে সবাইকে অবাক করে দিয়েছিল ১৬ বছর বয়সী টুম্পা কুমারী। কিন্তু এতিম এই মেয়ে চোখে দেখতে পায় না ভেবে সবারই মনের কোণে একটু দুঃখ ছিল। হয়তো একটু আলোড়ন তুলেই হারিয়ে যাবে হরিয়ানার এই আশ্চর্য প্রতিভা।
কিন্তু টুম্পা মনে হয় হারিয়ে যাবে না। কারণ এখন টুম্পাকে গান শেখানোর দায়িত্ব নিয়েছেন ভারতের বিখ্যাত গায়ক হরিহরণ। টুম্পার গানের ওই ভিডিওটি ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। গায়ক হরিহরণের এক বন্ধু তাঁকে ভিডিওটি দেখালে টুম্পার কণ্ঠ শুনে অবাক হয়ে যান হরিহরণ।
হরিহরণের মতে, টুম্পার গলা এবং গায়কী পুরোপুরি স্বতন্ত্র। যত্ন করলে বা ঠিকমতো তালিম পেলে সে অনেক ভালো করবে। আর তাই টুম্পাকে গানির তালিম দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হরিহরণ। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
We having my 1st interaction with Thumpa..We having a session on basic of Raag Yaman
Posted by Hariharan A on Tuesday, August 18, 2015
হরিহরণ নিজের বাড়িতে টুম্পার তালিম নেওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। সঙ্গে শুধু হরিহরণই নন টুম্পার সেলিব্রেটি ভক্তদের আরো অনেকে রয়েছেন। তাঁদেরই একজন শেফ সঞ্জিব কুমার।
টুম্পার গায়কীতে অভিভূত সঞ্জিব বলেছেন, টুম্পার গানের প্রশিক্ষণের সব খরচ তিনি বহন করবেন। এর বাইরে টুম্পার ভরণপোষণের দায়িত্বও নেবেন তিনি।
খুব অল্প বয়সে বাবা-মা দুজনকেই হারানোর পর আত্মীয়স্বজনের কাছে মানুষ হচ্ছিল টুম্পা। টুম্পার আরো দুই বোন রয়েছে।
আরো পড়ুন