আবারও একসঙ্গে গাইলেন আঁখি-মনির

‘বলছে আমার এ হৃদয়, বলতে চাই তোকে, তুই ছাড়া আর নাইরে কেউ আমার এ বুকে’-গানের কথাগুলো অনেক রোমান্টিক। গানটির কথা, সুর ও সংগীত করেছেন ফিরোজ প্লাবন। সম্প্রতি গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী মনির খান ও আঁখি আলমগীর। সুজন বন্ধুর পরিচালনায় ‘পাগল বাড়ির প্রেম’ ছবির জন্য গানটি গেয়েছেন তাঁরা।
আঁখি আলমগীর ও মনির খান চলচ্চিত্রে নিয়মিত প্লে-ব্যাক করলেও একসঙ্গে তাঁরা স্টেজ শো বেশি করেন বলে জানালেন মনির খান। তিনি আরো বলেন, ‘আঁখি শুধু ভালো শিল্পীই নয়, ও অনেক প্রাণবন্ত এবং খুব সুন্দর মনের মানুষ। আঁখিকে দেখে বোঝার উপায় নেই ওর মন এত কোমল। ভালো গায়কী ও সুন্দর মানসিকতার জন্য আঁখি সবার কাছে জনপ্রিয়।’
আঁখি আলমগীর বলেন, ‘মনির ভাইয়ের সঙ্গে ২০টির বেশি আমি গান করেছি। প্রায় প্রতিটি গানই মেলোডি এবং রোমান্টিক। তিনি অসাধারণ গান করেন। আমাদের এই গানটিও রোমান্টিক। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
গানটির গীতিকার ও সুরকার ফিরোজ প্লাবন বলেন, ‘আঁখি ও মনির আমার কথায় রোমান্টিক একটি গানে কণ্ঠ দিয়েছে। সবার কাছে দোয়া কামনা করছি।’
এদিকে আঁখি আলমগীর ও মনির খান প্লে-ব্যাকের পাশাপাশি তাঁদের একক অ্যালবামের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত সময় পার করছেন। তারিখ নির্ধারিত না হলেও খুব শিগগির বের হবে তাঁদের দুজনেরই আলাদা একক অ্যালবাম, এমনটিই জানালেন আঁখি আলমগীর ও মনির খান।