ঢাকায় ঈদের অনুষ্ঠানে গান গাইলেন শিলাজিৎ

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার ঢাকায় এসেছিলেন গানের টানে। মানে গান গাইতেই এপার বাংলায় আসেন তিনি গতকাল সোমবার। গতকাল রাতেই ঢাকা এফএম ও গান বাংলা চ্যানেলের যৌথ আয়োজনে গান পরিবেশন করেন তিনি। সঙ্গে ছিল তাঁর ব্যান্ড ‘শিলাজিৎ লাইভ’। ‘রকিং বাংলাদেশ’ শিরোনামে এই অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী মাকসুদুল হক ও অভিনেত্রী নওশীন। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেছেন মাকসুদুল হক নিজেই।
অনুষ্ঠানে শিলাজিৎ ‘ভেবে দেখেছ কি’সহ বেশ কিছু গান করেন। গানের এই অনুষ্ঠানটি আম্বার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে গান বাংলা চ্যানেল। একই সময় শ্রোতারা ঢাকা এফএমেও গানগুলো শুনতে পান।
শিলাজিৎ মজুমদার গান গাওয়ার পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘হেমলক সোসাইটি’ ছবিতে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। এর বাইরে ‘জিয়া কাকা’, ‘কাটাকুটি’, ‘দ্বিতীয় বসন্ত’ ছবিতেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক।