আমিশার বিরুদ্ধে আড়াই কোটি রুপি প্রতারণার অভিযোগ

আইনি জটিলতায় পড়লেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশার বিরুদ্ধে আড়াই কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ এনেছেন প্রযোজক অজয় সিং। অজয় সিংয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী আমিশাকে সমন পাঠিয়েছেন ভারতের রাঁচি আদালত।
আমিশার বিরুদ্ধে প্রযোজক অজয় সিংয়ের অভিযোগ, ২০১৬ সালে ডিজিটাল ইন্ডিয়ার এক অনুষ্ঠানে আমিশার সঙ্গে তাঁর আলাপ হয়। এরপর আমিশা তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘দেশি ম্যাজিক’-এ বিনিয়োগের জন্য আড়াই কোটি রুপি ধার নেন। পরে সেই অর্থ সুদ ও লভ্যাংশসহ ফেরত দেবেন বলেও আশ্বাস দেন। সেই কথামতো আমিশা প্রযোজক অজয় সিংকে তিন কোটি রুপির একটি চেকও দেন। যদিও সেই চেক পরে বাউন্স করে।
অজয় সিংয়ের দাবি, পরে তিনি আমিশার কাছে সেই অর্থ ফেরত চাইলে তিনি তা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। এমনকি অর্থ ফেরত চাইলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ অজয় সিংয়ের।
পুরো ঘটনার জেরে আমিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাঁচি আদালতে মামলা দায়ের করেন প্রযোজক অজয় সিং। জানা গেছে, তাঁর সেই মামলার ভিত্তিতেই রাঁচি আদালত অভিনেত্রী আমিশা প্যাটেলকে সমন পাঠান।
সেই সমনে আগামী ৮ জুলাই অভিনেত্রী আমিশা প্যাটেলকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে তিনি ওই দিন উপস্থিত না থাকলে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন আদালত।