কলকাতায় সংবর্ধনা পেলেন ফরিদা পারভীন

বাংলাদেশের প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীনকে সংবর্ধনা দেওয়া হলো কলকাতায়। কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) প্রেক্ষাগৃহে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের এই শিল্পীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এক মনোজ্ঞ লোকসংগীতের আয়োজনও করা হয়। বাংলার বাউল, ভাটিয়ালি আর লালনের সুরের মূর্ছনায় এদিন আবহমানকালের ঐতিহ্যবাহী লোকগীতি ও লালনগীতি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাংলার লোকসংগীত সংগঠন ‘বাহিরানা’-এর উদ্যোগে শিল্পীকে এই সংবর্ধনা দেওয়া হয়। সঙ্গে লোকসংগীত সংগঠন ‘মাদল’ পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান।
মূলত দুই বাংলার লালনগীতি ও লোকসংগীতকে প্রাধান্য দিয়ে এই অনুষ্ঠানের নাম রাখা হয়, ‘মনের মানুষের সনে...’। এদিন বাংলাদেশ থেকে আগত শিল্পীকে উত্তরীয়, শাড়ি, মিষ্টি এবং আর্থিক পুরস্কার দিয়ে সংবর্ধনা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ। বাংলাদেশের খ্যাতনামা এই শিল্পীর সংবর্ধনা অনুষ্ঠান কলকাতার মাটিতে হওয়ায় খুশি জকি আহাদ বলেন, ‘দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের ধারা আগামীতে আরো বৃদ্ধি পাবে বলেই আশা রাখি আমরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, লোকসংগীত শিল্পী অমর পাল, আশা অডিওর কর্তা মহুলা লাহিড়ি, এইচএমভির কর্তা এস এস করিম, আইসিসিআরের অধিকর্তা গৌতম দেব, ড. তপন রায়সহ বিশিষ্টজনেরা। এদিন কলকাতার বুকে এই সম্মান পেয়ে শিল্পী ফরিদা পারভীন জানান, কলকাতায় এসে এই সম্মাননা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন।