‘ককটেল’ নিয়ে আসছেন শুভ্র দেব

গেল বছর সংগীতশিল্পী শুভ্র দেবের একক গানের অ্যালবাম ‘জলছবি’ মুক্তি পেয়েছিল। অ্যালবামের গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। অনলাইনে গানগুলোর ডাউনলোড সংখ্যা দেখলেই তা বোঝা যায়। এবার শ্রোতাদের জন্য ৩১ ডিসেম্বর, অর্থাৎ ইংরেজি নববর্ষকে সামনে রেখে নতুন চমক নিয়ে আসছেন শুভ্র দেব। তাঁর ২৭তম নতুন একক অ্যালবাম প্রকাশ পাবে এদিন। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ককটেল’।
অ্যালবামের নাম ‘ককটেল’ কেন জানতে চাইলে শুভ্র দেব বলেন, ‘ককটেলে পানীয়তে যেমন বিভিন্ন মিশ্রণ থাকে তেমনই আমার নতুন অ্যালবামটি একক হলেও গানগুলোর মধ্যে রয়েছে ভিন্নতা। অ্যালবামে আটটি গান থাকবে। কোনো গানের সঙ্গে কোনো গানের মিল থাকবে না। সুর, কথা সবকিছুর মধ্যেই থাকবে আলাদা বৈশিষ্ট্য।’
এদিকে ‘ককটেল’ অ্যালবামের রেকর্ডিং ছাড়া মোটামুটি সব কাজ শেষ বলে জানান শুভ্র দেব। তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করছি গানগুলোর মান যেন ঠিক থাকে। শ্রোতারা যেন নিরাশ না হন।’
অ্যালবামের কিছু গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনাও করছেন বলে জানান শুভ্র দেব।