বান্দরবানের পাহাড়ে শাকিব-পরীমনি

বান্দরবানের একটি পাহাড়ে চলছে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শুটিং। আর এই শুটিং হচ্ছে গত ২৫ জানুয়ারি থেকে। ছবির কাজের জন্যই তখন থেকে রাঙামাটি আছেন শাকিব খান ও পরীমনি। এই তথ্য জানিয়েছেন পরিচালক এস এ হক অলিক। আজ ১ মার্চ নতুন আরেকটি গানের শুটিং করা হয় বলে জানান তিনি। এই ছবিতে শাকিব খান অভিনয় করেছেন নিজের চরিত্রেই! আর পরীমনি অভিনয় করছেন সাধারণ এক মেয়ের চরিত্রে, এই চরিত্রের নাম রাখা হয়েছে পরী।
এনটিভি অনলাইনকে পরিচালক আরো বলেন, ‘আজ থেকে একটি পুরো গানের শুটিং এখানেই শেষ করব। এ ছাড়া পরীমনি ও শাকিব খানের তিনটি দৃশ্য ধারণের কাজ আছে। আমরা ৫ তারিখ ঢাকায় ফিরব ইউনিট নিয়ে।’
এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলিক। পরীমনির সঙ্গে শাকিব এর আগে ‘ধূমকেতু’ ছবিতে অভিনয় করেছেন। এটি পরীমনির সঙ্গে শাকিবের দ্বিতীয় সিনেমা। ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও চম্পা। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু।