অভিনেত্রী গীতাঞ্জলি আর নেই

মারা গেছেন তেলেগু অভিনেত্রী গীতাঞ্জলি রামকৃষ্ণ। ছবি : সংগৃহীত
না ফেরার দেশে চলে গেলেন তেলেগু অভিনেত্রী গীতাঞ্জলি রামকৃষ্ণ। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মারা যান এই অভিনেত্রী। ভারতের হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, ভারতের দক্ষিণী ছবিতে বেশ পরিচিত মুখ ছিলেন গীতাঞ্জলি। তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় ৫০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্রে কাজ করা এই অভিনেত্রী তাঁর অসামান্য দক্ষতা দিয়ে সুনাম অর্জন করেন।
১৯৬১ সালে চলচ্চিত্রে অভিষেক হয় গীতাঞ্জলির। ‘ড. চক্রবর্তী’, ‘দেবাত্মা’, ‘ববিলি যুদ্ধাম’সহ অসংখ্য দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেন নন্দিত এই অভিনেত্রী।