শাকিব খান নায়ক, খলনায়ক অমিত

বন্ধ ঘর। চারদিকে নীরবতা। আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে পীরের আসনে বসে আছেন অমিত হাসান। কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছেন আর জিকির করছেন। এমন সময় কালিয়া এসে বলেন, শাকিব আসছেন। এমনই এক দৃশ্যের শুটিং চলছিল আজ বুধবার (৪ মার্চ) রাজধানীর হাতিরঝিল এলাকার প্রিয়াংকা শুটিং স্পটে। উত্তম আকাশ পরিচালিত ছবির নাম ‘রাজা ৪২০’।
পরিচালক উত্তম আকাশ বলেন, ‘এই দৃশ্যে এখন শাকিব আসবেন, তাঁকে বশে আনার চেষ্ট করবেন অমিত। শাকিবের অতীত, বর্তমান এমনকি ভবিষ্যৎ বলে শাকিবকে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করবেন অমিত। আগে অমিতের দৃশ্যগুলো নেওয়া হচ্ছে, পরে শাকিবসহ দৃশ্যগুলো নেওয়া হবে।’
পরিচালক আরো বলেন, ‘নানা ধরনের চরিত্রে সাজাচ্ছি শাকিবকে। কখনো ছিনতাইকারী, কখনো হুজুর আবার মলম পার্টির ধুরন্ধর লোক হিসেবে। ছবির চরিত্রের প্রয়োজনেই ক্ষণেক্ষণেই পাল্টাতে হবে তাঁর রূপ। সমাজের নানা ধরনের প্রতারকদের বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে এ ছবি। মলম পার্টি থেকে শুরু করে নানা ধরনের প্রতারণার খপ্পরে পড়ে মানুষ যেভাবে সর্বস্ব হারায় তাই দেখানো হবে এই ছবিতে।’
গতকাল মঙ্গলবার ৩ মার্চ মহরতের মাধ্যমে এই ছবির যাত্রা শুরু হয়। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘রাজা ৪২০’-এর শুটিং। ১৩ মার্চ পর্যন্ত রাজধানীর হাতিরঝিল এলাকার প্রিয়াংকা শুটিং স্পটে শুটিং করা হবে এই ছবির বিভিন্ন দৃশ্য। আগামী ১৫ মার্চ এই ছবির গানের শুটিং করতে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।
ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এ ছাড়া থাকছেন নবাগত নায়িকা নূপুর মল্লিক। বর্তমানে শাকিবের বিপরীতে অপু বিশ্বাসের দুটি ছবির কাজ চলছে- একটি উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’ এবং অপর ছবিটি হলো মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’।