সঞ্জীব চৌধুরীর জন্মদিনে বাপ্পার অ্যালবাম উৎসর্গ!

“লোকগানের অ্যালবাম করার ইচ্ছা ছিল আমার অনেক দিনের। অবশেষে তা পূরণ হলো। আটটি লোকগান নিয়ে আমরা ‘বেনানন্দ’ অ্যালবামটি সাজিয়েছি। আর অ্যালবামটি আমরা সঞ্জীব দাকে উৎসর্গ করেছি।” নিজের নতুন অ্যালবাম সম্পর্কে কথাগুলো বলছিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
আগামীকাল ২৫ ডিসেম্বর শুক্রবার প্রয়াত গুণী সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন। তাঁর জন্মদিনকে উপলক্ষ করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ তাঁদের প্রথম লোকগানের অ্যালবাম ‘বেনানন্দ’-এর মোড়ক উন্মোচন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক পার্থ মজুমদার। এ ছাড়া অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনা বাংলাদেশের চেয়ারম্যান মতিউর রহমানও উপস্থিত থাকবেন। এমন খবর এনটিভি অনলাইনকে জানান ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর ম্যানেজার শাহান কবন্ধ।
এদিকে, ‘বেনানন্দ’ অ্যালবামে আটটি গানের সংগীতায়োজন করেছেন ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’। অ্যালবামে আটটি গানের মধ্যে লালন, হাসন রাজা, রাধারমণসহ মনমোহন দত্তের গানও রয়েছে।
২০১২ সালের শেষ দিকে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ দলটি গঠন করেন বাপ্পা মজুমদার। ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর অন্যতম সদস্যরা হলেন বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কিবোর্ড), জন শার্টন (বেজ), ডানো (ড্রামস), মাসুম (গিটার) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)। ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ দল গঠন করলেও ‘দলছুট’ ব্যান্ডটি বন্ধ হয়নি বলেও জানান বাপ্পা মজুমদার।