সঞ্জীবদা না থাকায় আমার অনেক ক্ষতি হয়েছে : বাপ্পা মজুমদার
আজ ২৫ ডিসেম্বর প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ তাঁদের প্রথম লোকগানের অ্যালবাম ‘বেনানন্দ’-এর মোড়ক উন্মোচন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক পার্থ মজুমদার, জিরোনা বাংলাদেশের চেয়ারম্যান মতিউর রহমান, সংগীতশিল্পী কোনাল, শফিক তুহিন, কবির বকুল, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আলিফ আলাউদ্দিন।
‘বেনানন্দ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাপ্পা মজুমদার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সঞ্জীবদাকে সব সময় মিস করি। এটা নতুন করে বলার কিছু নেই। সঞ্জীবদা না থাকার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। এখনো বিশ্বাস হয় না দাদা আমাদের মাঝে নেই। দাদা চলে যাওয়ার পর আমার ভাবনাগুলো সব এলোমেলা হয়ে গিয়েছিল। এখনো আমি স্বাভাবিক হতে পারিন।’
আটটি লোকগান নিয়ে ‘বেনানন্দ’ অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীব চৌধুরীকে।
২০১২ সালের শেষ দিকে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ দলটি গঠন করেন বাপ্পা মজুমদার। ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর অন্যতম সদস্যরা হলেন বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কিবোর্ড), জন শার্টন (বেজ), ডানো (ড্রামস), মাসুম (গিটার) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।
‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’ দল গঠন করলেও ‘দলছুট’ ব্যান্ডটি বন্ধ হয়নি বলেও জানান বাপ্পা মজুমদার।